শেরপুরের নকলায় ভ্রাম্যমান আদালতে শনিবার (১১ এপ্রিল) সকালে করোনা ভাইরাস সংক্রমণ রোধ আইন ভঙ্গ করে বাজার বসানো এবং পণ্যবাহী গাড়িতে যাত্রী বহনের অভিযোগে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নকলা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সকালে ঢাকা-শেরপুর মহাসড়কে নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ৩টি পণ্যবাহী পিকআপ চালককে ৭ হাজার টাকা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে নকলা পৌসভার গড়েগাঁও মোড়ে জনাকৃর্ণ কাঁচাবাজারে ইজারাদারকে ১০হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে নকলা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।