মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে নকলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট জাহিদুর রহমান এক গাঁজারোকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা গ্রামের মোঃ ছমেদ আলীর বাড়িতে গিয়ে সোমবার রাতে মোবাইল কোর্ট গাঁজা সেবন ও সংরক্ষনের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এ দন্ডাদেশ প্রদান করে। এসময় তার নিকট থেকে ৬০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জামাদি আটক করে।