অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে শেরপুরের নকলা উপজেলায় দুই লাচ্ছা-সেমাই তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত পুলিশ সুপার। এসময় দুই কারখানার ৩শ ৩০ কেজি সেমাই ধ্বংস ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কায়দা এলকার পারইবাড়ি নামক স্থানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে আলমের লাচ্ছা সেমাই কারখানা থেকে ৩শ কেজি সেমাই ধ্বংস ও আ: জলিলের সেমাই কারখানায় ৩০ কেজি সেমাই ধ্বংস সহ ৫ হাজার টাকা জরিামানা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আমিনুল ইসলাম জানান, শুক্রবার রাতে আমি সংবাদ পাই নকলার দুইটি কারখানায় ভেজাল সেমাই তৈরি হচ্ছে। এরপরই নকলা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তিনি বিষয়টি জানান।