শেরপুরের নকলা উপজেলার কুর্শা নয়াবাড়ী গ্রামের আব্দুর রশিদ সুইট এর বাড়ি থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশুখাদ্য জব্দ করেছে র্যাব। অভিযানে প্রায় ৩৩ বস্তা ভেজাল, নকল ও মানহীন সুজি, দেড় কার্টুন বার্লি উদ্ধার করেছে।
এতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য উৎপাদন করায় তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। র্যাবের এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। এসময় র্যাবের মেজর আশিস, অতিরিক্ত এসপি মৃনাল ক্রান্তিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউএনও জাহিদুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ অন্যান্য ভেজাল, নকল খাদ্য উৎপাদন করা ৪৩/৪৫ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। নকলা উপজেলায় এমন ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে।