শেরপুরের নকলায় দুঃস্থ, অতিদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র গম বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে গম বিতরণ করা হয়। ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে টালকী ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দি সভাপতিত্বে ইউএনও রাজীব কুমার সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯৬৬টি পরিবারের মাঝে ৩৩৯ মণ গম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মাঝে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মজিবুর রহমান, পিআইও জাহাঙ্গী আলম, জন প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ১০ হাজার ৬১টি পরিবারের মাঝে ১৩ কেজি করে মোট ১৩০.৮৩ মেট্টিকটন গম বিতরণ করা হবে বলে জানা গেছে।