শেরপুরের নকলা উপজেলার নকলায় ব্লক গ্রান্ট কো-অর্ডিনেশন (বিজিসিসি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। লোকাল গর্ভনেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন (স্থানীয় সরকার শাখা) শেরপুরের আয়োজনে নকলা পৌরসভা মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন এটিএম জিয়াউল ইসলাম, উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার শেরপুর।
এসময় পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী আলহাজ্ব মো. আব্দুল মোতালেব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমমান আরা জান্নাত, এলজিএসপি শেরপুরের ডিস্ট্রিক্ট ফ্যসিলেটর মো. আব্দুর রহিম, প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুল আওয়াল সেলিম ও ফিরোজ মিয়া, নকলা ইউপি’র চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, গনপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা চাঁনু মিয়াসহ কমিটির অন্যান্য সদস্য, পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কম্পিউটার অপারেটর মো. রাজিব হাসান ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে ওইদিন বিকেলে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম।
এতে নকলা উপজেলার নির্বাহী অফিসার জাহিদুর রহমান, এলজিএসপি শেরপুরের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মো. আব্দুর রহিম সাথে ছিলেন। পরিদর্শনে প্রয়োজনীয় কাগজ পত্র ও তথ্য উপাত্ত দিয়ে সার্বিক সহায়তা করেছেন ইউপি সচিব মো. আজিজুল ইসলাম, ইউনিয়ন তথ্য উদ্যোক্তা খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও সাইফুন নাহার চৈতী। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।