শেরপুরের নকলা উপজেলা খাদ্য গুদামের জন্য চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান যৌথভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. আনিছুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি মো. জয়েন উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন চালকল মিল মালিক, বিভিন্ন নেতাকর্মী, খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ৩৭টি চালকল মিল মালিকের সাথে চাল লেনদেনের জন্য তাদের চুক্তি হয়েছে। এর মধ্যে ৩৬ টি মিল সিদ্ধ চাল দেওয়ার জন্য এবং একটি মিল আতব চাল দেওয়ার জন্য। এবছর প্রতি কেজি ৩৬ টাকা দরে উপজেলায় ২ হাজার ১৯ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে বলে তিনি জানান।