শেরপুরের নকলা শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
আলোচনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, বিএডিসির উপ-পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, ছামিউল হক মুক্তা ও রবিউল করিম মানিক, নকলা পাইলট স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সুহেল প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।