শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ চত্তরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, পিআইও জাহাঙ্গীর আলম, বিআরডিবি কর্মকর্তা মোশারফ হোসেন, প্রধান শিক্ষক ওমর ফারুক, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রোমমান আরা জান্নাতসহ ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।