শেরপুরের নকলায় বিশ্ব শিক্ষক পালিত হয়েছে। এ উপলক্ষে ৫অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা এবং বঙ্গ বন্ধু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিজ নিজ সভা কক্ষে ‘শিক্ষণে স্বাধীনতা, শিক্ষকের ক্ষমতায়ন’ এই স্লোগনকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার শহিদুল ইসলামের সভাপতিত্বে আখতারুজ্জামান, মোঃ মোশারফ হোসেন, ফজলুল করিম, রোকেয়া আক্তার, মাহবুব হোসেন রুপম প্রমুখ এবং বঙ্গ বন্ধু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোঃ ছাইয়েদুল হকের সভাপতিত্বে শামছুন নাহার, লাভলী ও মোকলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিটি সভায় ২০৩০ সালের মধ্যে মানসম্মত শিক্ষা অর্জনে সম্প্রতি সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অর্জনে শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনের বিষয়ে গুরুত্বারোপ করে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীর উস্থিত শিক্ষকদের মিষ্টি মুখ করায় এবয় ২০১৭ শিক্ষাবর্ষে উপজেলায় সেরা সুপার নির্বাচিত হওয়ায় সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী শিক্ষকবৃন্দ।
শেরপুর টাইমস/ বা.স