শেরপুরের নকলায় ৩১ ডিসেম্বর রোববার পৌর এলাকার ঐতিহ্যবাহী নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যানিকেতন, সাব্বির একাডেমী, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরসা ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ও সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসেবে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক উমর ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপাধ্যক্ষ আলতাব আলী, সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন প্রমুখ। অপরদিকে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য ও শিক্ষক ছামিউল হক মুক্তা, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল আলম রঞ্জু প্রুমখ। সাব্বির একাডেমীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিচালক ছাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোঃ রেজাউল করিম, সাংবাদিক শাহাজাদা স্বপন প্রমুখ। এদিকে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার মিলনায়তনে সুপার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সহসুপার মোঃ আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মোঃ মোশারফ হোসেন প্রমুখ। পরে সেরা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
শেরপুর টাইমস/ বা.স