শেরপুরের নকলায় বিভিন্ন অপরাধে সাত জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে থানার পুলিশ। অফিসার ইনচার্জ খাঁন আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে ২৪এপ্রিল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ননজিআর কোর্টের ওয়ারেন্টভুক্ত চরবসন্তী গ্রামের মৃত বসর উদ্দিনের ছেলে আবু বক্কর; জুয়ার আসর হতে গ্রেফতার কুর্শাবাদাগৈড়েরের নূর হোসেনের ছেলে আনোয়ার(৩৫), মৃত শহর আলীর ছেলে নবীজুল (৩০), মৃত কাশেমের ছেলে জালাল (৩০), আবুল হোসেনের ছেলে রুবেল (৩৫) ও মৃত আহাম্মদের ছেলে সিরাজুল (৪৫) এবং স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করায় থানায় দায়েরকরা ১৭নং মামলায় দরপট গ্রামের কিতাবালীর ছেলে আব্দুল আলীম (২৮)। ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কোর্টে সোপর্দ করা হয়েছে।