শেরপুরের নকলা থানার অফিসার ইনচার্জ খাঁন আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২২ মার্চ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওয়ারেন্ট, জুয়া ও মাদক সহ ১১ ব্যক্তিকে গ্রেফতার করেন। জুয়ায় গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার তেঘড়ি এলাকার আমজাদ হোসেনের পুত্র নূর হোসেন (৪৫), মৃত. ফজলুল হকের পুত্র সুলতান (৩৫), মৃত. তাহের উদ্দিনের পুত্র আলাল উদ্দিন (৫৫), হাফেজ আলীর পুত্র হাফিজুর রহমান (৪৫), ইয়াবা ট্যাবলেট সহ নারাায়নখোলা এলাকার জব্বার মুন্সির পুত্র হারুন-অর-রশিদ হারুন (৩২), অন্যান্য মামলায় জালালপুর এলাকার মৃত. মমিন উদ্দিনের পুত্র আঙ্গুর আলী (৬০), নূরল হকের পুত্র হানিফ উদ্দিন (৩৫), বড়ইতার এলাকার আশরাফ আলীর পুত্র শহিদুল (৩৮), মঞ্জুরুল (৩০), আকরবর আলীর পুত্র আকবর আলী (৬৫), চন্দ্রকোনা এলাকার লাল মিয়া (৩০)। পরে ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিদের কোর্টে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।