ঈদ পরবর্তী নাশকতারোধে ২৯ জুন বৃহস্পতিবার রাতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০জন জুয়ারী ও মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো: নকলা উপজেলার চরকৈয়া গ্রামের নুর মোহাম্মদের পুত্র আব্দুল (৫৫), মৃত. রজব আলীর পুত্র বিল্লাল (৪০), নুরের পুত্র আঃ খালেক (৩০), আঃ আজিজের পুত্র লিটন (২৫), গিয়াসের পুত্র মজিদ (৪০), গ্রেফতারী পরোয়ানায় গাইরা ফুলপুরের আঃ সালামের পুত্র সুমন (২৬), সুমনে স্ত্রী মাজিবুন নাহার সীমা (১৯), পলাশকান্দির খালেকের পুত্র শফিকুল ইসলাম (৩৪), ফুলপুর উপজেলার লাওয়ারী গ্রামের ফজলুল হকের পুত্র নাজমুল (২৭), ৯ি পস ইয়াবাসহ নারায়নখোলার গোলাম মোস্তফার পুত্র নাজমুল (২৭)। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের শেরপুর কোর্টে প্রেরণ করা হয়।