শেরপুরের নকলায় ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ব্রিধান-৭৪ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও হারভেস্ট প্লাস এর সহযোগিতায় ৫ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি অফিসে এসব বীজ বিতরণ করা কার হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৮০ কৃষকের মাঝে ব্রিধান-৭৪ এর প্রদর্শনী প্লট দেওয়া হবে। তার অংশ হিসেবে আজ ১৫ কৃষকের মাঝে জনপ্রতি ৩ কেজি করে ব্রিধান-৭৪ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।