শেরপুরের নকলায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ কৃষকের মধ্যে এক কেজি করে উচ্চ ফলনশীল বারি সরিষা-১৪ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৬ নভেম্বর সোমবার উরফা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসব বীজ বিতরণ করা কার হয়। স্থানীয় চেয়রম্যান রেজাউল হক হীরার সভাপতিত্বে প্রধান অতিথি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সামছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ ইউপি সচিব আক্তার উজ্জামান, ইউপি সদস্য আব্দুল জলিল ও শতাধিক স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস/ বা.স