শেরপুরের নকলায় সোমবার দুপুর ১২ টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উরফা ইউনিয়নের খিচা গ্রামের বদিউজ্জামানের ছেলে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর বারোটার দিকে রবি হোসেন তার নিজের ঘরের টিভির এন্টিনা লাগানোর সময় এন্টিনার তার গিয়ে বিদ্যুতের তারে লেগে যায়। এতে রবি বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রবিউল আক্রাম তাকে মৃতু বলে ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক রবিউল আক্রাম জানান, রবি হোসেন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এবিষয়ে কেউ তাকে জানায়নি, তাই কোন তথ্য জানা নেই।
শেরপুর টাইমস/ বা.স