পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রত্যেক জেলায় স্বোচ্ছা শ্রমে কাজ করছে বিডি ক্লিন এর তরুণরা। তারুণ্যের এ আন্দোলনে শেরপুরের নকলা উপজেলাকে যুক্ত করতে শুক্রবার সন্ধ্যায় বিডি ক্লিন শেরপুরের আহবানে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিডি ক্লিন শেরপুরের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম, বিডি ক্লিন’র সদস্য মো. আশরাফুল, আমির হামজা, লিমন আহমেদ, শাহরিয়ার খান শিপন ও আব্দুল্লাহ আল আমীন, রাজিব হাসান, জিয়াউল হক জুয়েল, নাসির উদ্দিন, মাহমুদুল হাসান জিহাদ, শফিকুল ইসলাম, সাব্বির আলম প্রান্ত, নাজমুল হাসান নাহিদ, রাকিবুর রহমান, সিয়াম মাহমুদ, আফিফ রাফি, আসাদ, অনিক সরকারমসহ আরো অনেকে।
এসময়, প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, জাহাঙ্গীর রউফ শিবলু, ফুয়াদ রহমান ফাহিম, অর্নব রায়হান, রামিম আহম্মেদ, নূর হোসাইন হানিফ, সাঈম মিয়া, আজিজুল হক, মোকছেদুল মমিন, সিয়াম মাহমুদ সৃষ্টি, কামরুজ্জামান কাকন, আব্দুস ছোবহান, মনির হোসেন, আতিকুর রহমান রাজু, মোকছেদুল হাসান, রাজিব আহমেদ, মনিরুজ্জামান মনিরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।