শেরপুরের নকলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যায় দেশাত্ববোধক সংঙ্গীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর সংঙ্গীত শিল্পী, মেহেদী ডাঙ্গাখেলা ঘরের সদস্যসহ বিভিন্ন এলাকার কণ্ঠ শিল্পী ও নৃত্য শিল্পীরা।
এসময় উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, নকলা থানা ওসি কাজী শাহনেওয়াজ, সাবেক প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য ছামিউল হক, ইউপি চেয়ারম্যান ফয়েজ মিল্লাত, সঙ্গীত প্রশিক্ষক বজলুর রশিদসহ বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।