জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা, যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এবং তারেক রহমানকে দ্রুত গ্রেফতারসহ বিএনপি-জামায়াতের যৌথ অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নকলা উপজেলা ছাত্রলীগ।
১৪ ফেব্রুয়ারি বুধবার বিকালে নকলা ঝুমুর সিনেমা হল চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে এক পথ সভায় মিলিত হয় বিক্ষোব্ধ ছাত্র জনতা।
বিক্ষোভ মিছিল ও পথ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিকরুল হাসান পিকুল, ছাত্র নেতা সাদ্দাম সরকারসহ উপজেলা ছাত্রলীগের শতাধীক নেতাকর্মী অংশ গ্রহন করেন।