শেরপুরের নকলা উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অংগ সংগঠন সমুহের ঈদ পুর্নমিলনী সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর নকলাস্থ বাসভবনে ৩০জুন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। উপজেলা বিএনপি’র আহবায়ক মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন রেফাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নালিতাবাড়ি উপজেলা বিএনপি’র আহবায়ক নূরুল আমিন, নকলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল ও জাহিদুল হক, উপজেলা বিএনপি’র নেতা যথাক্রমে আব্দুল হক তালুকদার চাঁন মিয়া, সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, রজব আলী, শহিদুল ইসলাম মোনায়েম, আনোয়ার হোসেন, আবু হেনা খন্দবার মোস্তফা কামাল, দেওয়ান আল শামিম, উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মুক্তার ও সাধারন সম্পাদক আ: হান্নান, শহর যুবদলের সভাপতি এনামুর হক পান্নু, জহিরুল ইসলাম কেশু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক রিপন, সাবেক ছাত্রদল সভাপতি জহির রায়হান মুক্তি, সাবেক ছাত্রনেতা শফিউল আলম পলাশ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।