করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গৃহবন্দী হতদরিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শেরপুরের নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। গত দু’দিন যাবৎ উপজেলার পাঠাকাটা ও উরফা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়িবাড়ি গিয়ে ১শ কর্মহীন হতদরিদ্র, রিক্সা-ভ্যানচালকদের মাঝে ২কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি লবণ ও ১টি করে সাবান বিতরণ করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।