রবিবার সন্ধা রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার গণপদ্দী বাজারস্থ চিথলীয়ায় শেরপুরগামী এফজেড লাইন বাস নকলাগামী একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক বিল্লাল (৩৫) নিহত হয় এবং সিএনজির ৫ যাত্রী গুরুত্বর আহত হয়। নিহত বিল্লাল শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ গ্রামের শামছুল হকের ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১জনকে নকলা হাসপাতালে বাকীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছেআহতরা হলো: নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার হাবিবুর রহমান (৫৫), বাছুর আলগা গ্রামের হালিমা আক্তার (২৫), জুয়েল (২৮), জামালপুর সদর উপজেলার মেহেদী হাসান (২২), অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায় নি।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাস ও সিএনজিকে আটক করা হয়েছে কিন্তু বাসের চালক পলাতক রয়েছে। এব্যাপারে নকলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।