শেরপুরে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত হাইব্রীড ভুট্টা উৎপালদন কলাকৌশলের ওপর এক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শনিবার নকলা উপজেলার জালালপুর গ্রামের কৃষক নেকতার মিয়ার বারি উদ্ভাবিত সাদা জাতীয় হাইব্রীড ভুট্টার প্রদর্শনী প্লটের পাশে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়।
মাঠদিবসে বারির কৃষি বিজ্ঞানীরা জানান, বারির হাইব্রীড ভুট্টার জাতগুলো সারা বছরব্যাপী সহজে চাষ করা যায়। ধান চাষের চাইতে ভুট্টা আবাদ খরচও কম। খরাসহিষ্ণু হওয়ায় এতে সেচ কম লাগে। হেক্টরে ফলন প্রায় ৮ মণ। তাছাড়া ভুট্টার বহুমুখী ব্যবহার হওয়ায় এর চাহিদাও অনেক বেশী। ভুট্টা চাষ করা জমিতে আলু, বাদাম সহ বছরে তিনটি ফসল করা যায়।
অনুষ্ঠানে বারি গবেষনা পরিচালক ড. মো. লুৎফর রহমান এতে প্রধান অতিথি ও জাত উদ্ভাবনকারি কৃষিবিজ্ঞানী ড. মো. আমিরুজ্জামান বিশেষ অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শেরপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সামছুর রহমান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীবৃন্দ, রাজনীতিক ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।