শেরপুরের নকলা থানা পুলিশের হাতে প্রায় ২০ কেজি গাঁজাসহ আলমগীর (২৮) নামে এক মাদককারবারী গ্রেফতার হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আসামীকে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমানিক ৯ টার দিকে উপজেলার লাভা এলাকার বাইপাস রাস্তার ব্রিজের উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বাইপাস রাস্তার লাভা এলাকার তল্লাসী চালায় নকলা থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান এসে হাজির হয়। পিকআপ ভ্যান থেকে একটি বস্তা নামিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য অপর একটি গাড়ির অপেক্ষা করছিল আলমগীর। এসময় পুলিশ তল্লাসী চালিয়ে ১০টি প্যাকেটে মোড়ানো বস্তাভর্তি ১৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আলমগীরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ওই গাজার মূল্য আনুমানিক প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নকলা বাইপাস রোডে অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।