ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ এ বসন্ত। আর ঋতু রাজ বসন্ত বরণ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, বিএডিসি হিমাগার নকলার উপ-পরিচালক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী ভিভূতি মোহন পাল, সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আবুল মুনসুর, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শামছুর রহমান আবুল, রেজাউল হক হীরা, শওকত হোসেন খান মুকুল, আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, ফয়েজ মিল্লাত, বদিউজ্জামানসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সংস্কৃতিমনা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বসন্ত বরণে কবিতা আবৃতি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশাত্ববোধক গান ও মঞ্চনাটকের ব্যবস্থা করা হয়। স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।