শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বৃহস্পতিবার বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে, সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী তারিক হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মুন্তাছির হাফিজ, সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক মজিবর রহমান, প্রকৌশলী মীর আব্দুল মান্নান, প্রকৌশলী আজহারুল ইসলাম আজাদ, সমাজ সেবক কামরুজ্জামান গেন্দুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তেল, চিরা ও গুড় বিতরণ করা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।