শেরপুরের নকলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর উপজেলা পর্যায়ে খেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে খেলা উবোধন করেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ।
এ খেলায় বঙ্গবন্ধু টুর্ণামেন্টে পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টিম বানেশ^রদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে ৩-০ গোলে হারিয়েছে। অপর দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টে জাঙ্গিয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়েছে।