শেরপুরের নকলায় নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম দিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধ’র প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
নকলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,
সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।