শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসায় শ্রেণী ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে মাদরাসা মাঠে অনুষ্ঠিত সপ্তম শ্রেণী বনাম অষ্টম শ্রেণীর মধ্যকার ফাইনাল খেলায় সপ্তম শ্রেণীর দল ৩-১ গোলে অষ্টম শ্রেণীর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মো. সুজন মিয়া। ২৫-২৫ মোট ৫০ মিনিটের খেলা শেষে খেলা পরিচালনা কমিটির সদস্যরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
মাদরাসার সহকারী সুপার মাওলানা মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রুপম, শওকত আলী সহকারী মৌলভী ফজলুল করিম ও রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান খান, কাজিমদ্দিন, জামাল উদ্দিন, কব্দুল হোসেন, আবুল হোসেন এবং মাদরাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদি সাধারন জনগন উপস্থিত ছিলেন। পরে চ্যাম্পিয়ন দলের খোলোয়াড় এবং ওই দলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সমর্থকরা আনন্দ মুখর বিভিন্ন শ্লোগান দিয়ে বিজয় উল্লাস করে। সবশেষে খেলোয়াড় সহ সপ্তম শ্রেণীর সবাই বিজয়ের স্মৃতি ধরে রাখতে এক ফ্রেমে বন্ধী হতে ফটো শেসনে অংশ গ্রহন করে।