আগামী ১৩ এপ্রিল বেলা ১১ টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে মিলিত হবেন। নকলা উপজেলা পর্যায়ে লক্ষাধিক লোকের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান সফল করে তোলার লক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক পূর্ব প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত হয়। এসভায় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এবং সরকারী ও বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।