২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত রবি মৌসুমে সরিষা ফসল প্রদর্শনীর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নকলা ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ সুলতান আহাম্মেদ, নকলা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, উপসহকারী কৃষি অফিসার রেজাউল করিম ও সুজন দেবনাথ প্রমুখ।
এ মাঠ দিবসে শতাধিক কৃষক, কৃষাণী উপস্থিত ছিলেন।