স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক পৌর কাউন্সিলদের বৈষম্যমূলক, অসম্মান জনক, মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত ৮দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়শনের আয়োজনে ৮মার্চ বুধবার থেকে শেরপুরের নকলা কাউন্সিলরদের পৌরসভা বয়কট ও কলম বিরতি চলছে।
পৌরপ্যানেল মেয়র (৬নং ওয়ার্ড কাউন্সিলর) মোঃ আব্দুল আওয়াল সেলিম ৫নং বাজারদী ওয়ার্ড কাউন্সিলর রুবেল জানান আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কলম বিরতি চলবে।