শেরপুরের নকলা পৌরসভার সব কর্মকর্তা কর্মচারীরা একদফা দাবিতে ঘন্টা ব্যাপী কলম ও কর্মবিরতি কর্মসূচী পালন করেছে। ২৬ এপ্রিল মঙ্গলবার পৌরসভার সামনে দাবি সম্বলিত ব্যানার ঝুলিয়ে সকাল ১১ টা থেকে একঘন্টা ব্যাপী ওই কর্মসূচী পালন করেন তারা। সরকার তাদের দাবি না মানলে দীর্ঘ মেয়াদী কর্মসূচীর ঘোষণা দিবেন তারা। তাতে পৌরসভা থেকে সেবা নিতে এসে জনগনকে চরম ভোগান্তিতে পরার সম্ভাবনা রয়েছে। পৌরসভার সচিব মোঃ মনিরুল ইসলাম জানান, সরকারের কেন্দ্রীয় কোষাগার থেকে পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতনভাতা প্রদানের এক দফা এক দাবি আদায়ের জন্য এই কর্মসূচী পালন করা হচ্ছে। তিনি বলেন, অতিদ্রুত দাবি মেনে না নিলে কঠুর এবং দীর্ঘ মেয়াদী কলম ও কর্মবিরতি কর্মসূচীর ডাক দিবেন তারা। মেয়র হাফিজুর রহমান লিটন সরকারি সফরে দেশের বাহিরে থাকায় দায়িত্ব প্রাপ্ত প্যানেল মেয়র আব্দুল আওয়াল সেলিম জানান, পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা যে মানের সেবা দিচ্ছেন তাতে সর্বোচ্চ করদাতা তথা ব্যবসায়ীরা খুব খুশি। পৌর কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ মেয়াদী কলম ও কর্মবিরতি কর্মসূচীর ডাক দিলে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ কমে যেতে পারে। তাই সরকারের উচিত অতিদ্রুত পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা দাবি মেনে নিয়ে রাজস্ব আদায়ের চাকাকে সচল রাখা।