ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম শেরপুরের নকলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরশহরের কালিমাতার মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেছেন। ২ অক্টোবর রবিবার সকালে তিনি ওই মন্ডপ পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজারি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
ডিআইজি দেবদাস ভট্টাচার্য পূজারিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করুন। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের পাশে আছে। কোন অপশক্তি আপনাদের শান্তিপূর্ণ উৎসবে বাঁধা হয়ে দাঁড়াতে পারবেনা।
পরিদর্শনকালে দেবদাস ভট্রাচার্যের সহধর্মিনী মধুচন্দ্রা ভট্রাচার্য, শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জমান, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, নকলা পাঠাগারের সাধারণ সম্পাদক রুমি খান, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিত পোদ্দার ঝুমুর , সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক, কালিমাতা মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নকলা পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জিত কুমার বণিক, সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ কালোয়ার ও পূজারিগণ উপস্থিত ছিলেন।