শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের নিকটে এক পরিত্যক্ত পুকুর থেকে বুধবার সকালে ওসমান মুন্সি (৭৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ উপজেলার বন্দটেকী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওসমান মুন্সি কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করত। গত সোমবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সকালে স্থানীয়রা চন্দ্রকোনা কলেজের পাশে এক পরিত্যাক্ত পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরে।
নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।