শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পিকনিক স্পট থেকে ফেরত বাসের ধাক্কায় সোহানুর হোসেন শান্ত (১৮) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার নকলা উপজেলার জালালপুর নামক স্থানে । নিহত শান্ত শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী গ্রামের মোতালেব হোসেনের ছেলে ।
পুলিশ জানায়, ময়মনসিংহের ধোবাউরার পর্যটকবাহী একটি বাস শেরপুরের গজনী অবকাশ থেকে পিকনিক শেষে ধোবাউরা ফেরার পথে জেলার নকলা উপজেলার জালালপুর নামক স্থানে পৌছালে পিছন থেকে নকলার দিকে আসা একটি ইজিবাইকে ধাক্কায় দেয় । ফলে ইজিবাইকের সামনে থাকা শান্ত মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ।
পুলিশ ঘাতক বাস ও তার চালককে আটক করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নকলা থানায় নিয়ে আসা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।