সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শান্তিপূর্ণ পরিবেশে ১৯ নভেম্বর রোববার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১ করে মোট ১০টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থী ছিলো ৪ হাজার ৪৭২জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী ছিলো ৩৯৩ জন। তার মধ্যে প্রথম দিনের ইংরেজী বিষয়ের পরীক্ষায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১৮৩ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি।
কোন অনাকাঙ্খীত ঘটনা ছাড়াই উপজেলার ১০টি কেন্দ্রে শান্তি পূর্ণভাবে প্রথম দিনের পিএসসি এবং পিইসি পরীক্ষা শেষ হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের প্রতি সন্তুষ প্রকাশ করেছেন।
শেরপুর টাইমস/ বা.স