শেরপুরের নকলায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে আফসিয়া নামে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে পৌর শহরের জালালপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। আফসিয়া স্থানীয় আইয়ুব আলী কন্যা।
সুত্র জানায় , সোমবার সকালে সবার অগোচরে শিশু আফসিয়া ঘরের বাইরে চলে আসে। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা গর্তে পরিবারের লোকজন আফসিয়ার লাশ দেখতে পান। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করেন।
নকলা থানার এসআই সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।