“শেখ হাসিনার প্রতিশ্রুতি ন্যাশনাল সার্ভিস কর্মসূচি” এ শ্লোগানকে সামনে রেখে নকলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের হলরুমে বুধবার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৭ম পর্বের আওতায় প্রশিক্ষণের জন্য উপকারভোগী যুবদের ৩ মাসের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গির আলম বুলবুল; উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার; উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন; উপজেলা ছাত্রলীগের সভাপতি জিকরুল হাসান পিকুল ও সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড, উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিকবৃন্দ, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী; স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের সুধিজনসহ উপকারভোগের জন্য নির্বাচিন ৪শতাধিক বেকার যুবক ও যুবনারী উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ৩ হাজার ৮৪০ টি বেকার যুবক ও যুবতীদের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৭ম পর্বের আওতায় আবেদন জমা করেন। উপকারভোগী বাছাইয়ে সরকার কর্তৃক নির্ধারিত জুড়ে দেওয়া শর্তমোতাবেক চুড়ান্ত ভাবে ৩ হাজার ৫৯ জন টিকে; তার মধ্যে একহাজার ৬৩৯ জন বেকার যুবনারী এবং একহাজার ৪২০ জন বেকার যুবক। ২০ ডিসেম্বর বুধবার হতে ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করা হয়। পর্যায়ক্রমে সবাইকে ৩মাসের প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মস্থলে দুই বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণ কালীন দৈনিক একশ’ টাকা এবং প্রশিক্ষণ শেষে দৈনিক ২শ করে টাকা সম্মানী ভাতা দেওয়া হবে।
শেরপুর টাইমস/ বা.স