শেরপুরের নকলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নতিকরণ, নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি নকলা উপজেলা শাখার সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কে ঝুমুর সিনেমা হল চত্বরের সামনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনের মাধ্যমে তারা, ৩১ মার্চের মধ্যে চলমান নিয়োগবিধির কাজ সম্পন্ন করা, এফডব্লিউএদের টেকনিক্যাল পদমর্যাদা ও এফপিআইদের পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ এবং এসময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।
এসময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠকমর্চারী সমিতি নকলা উপজেলা শাখার সভাপতি এফপিআই মোঃ সুজন মিয়া, সাধারণ সম্পাদক এফপিআই মোঃ জিয়াউর রহমান, জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা এফডব্লিউএ সাহেরা খাতুন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এফপিআই সরকার মোঃ আবু রায়হান তরুন,বিভাগীয় কমিটির সহ-সভাপতি এফপিআই মোঃ রাজিব মিয়া বক্তব্য রাখেন। মানবন্ধনে নকলা উপজেলায় কর্মরত সকল এফপিআই ও এফডব্লিওএ’রা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।