শেরপুরের নকলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনপূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (২০ নভেম্বর) মঙ্গলবার দুপুরে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা কৃষি ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।