শেরপুরের নকলায় ২০১৯-২০ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চিথলিয়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস এর সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ্ব আশরাফ উদ্দিন, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প খামারবাড়ী, ঢাকা’র আইপিএম স্পেশালিস্ট ড. মোঃ শরিফুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।