শেরপুরের নকলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানকে ফুলেল সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া, নবাগত ইউএনও জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, কৃষিকর্মকর্তা হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, সাজু সাঈদ সিদ্দিকী, শওকত হোসেন খান মুকুল প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে নবাগত ও বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।