শেরপুরের নদীর ঘাট সংলগ্ন মাশকলাই ক্ষেত থেকে আমিরুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । গেল রাত সাড়ে ১২ টার দিকে নকলা উপজেলার চরঅষ্টাধর ইউনিয়ের রাহেরচর গ্রামের শিকদারপাড়া নদীর ঘাট সংলগ্ন একটি মাশকলাই ক্ষেত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক রাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুুলিশ জানায়, আমিরুল ইসলাম ঢাকায় গাজিপুরে অবস্থান করে নানাবিধ কাজ করে জীবিকা নির্বাহ করতো। গত কয়েকদিন আগে সে ঢাকা থেকে বাড়ীতে বেড়াতে আসে এবং ঘটনার দিন সন্ধ্যায় বাড়ীর অদুরে অনুষ্ঠিত হওয়া ইসলামী সভা শুনতে যায় । ওই সভা চলাকালীন স্থানীয়রা মাশকলাই ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে থেকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমিরুলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।