শেরপুরের নকলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক হাছেন আলীকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। হাছেন আলী উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের মোজার বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে।
এছাড়া অন্য এক নারী নির্যাতন মামলায় একজন ও জুয়ার সরঞ্জামসহ জুয়ার আসর থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৫ জুলাই রবিবার দুপুরে ধর্ষক হাছেন আলীসহ গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরী দরিদ্র অসহায় পরিবারের সন্তান। তাদের নিজের কোন জমি ও ঘর না থাকায় পোলাদেশী গ্রামের আশ্রয়ন প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। দারিদ্রতা ও বুদ্ধি প্রতিবন্ধীর সুযোগে বিভিন্ন লোভ দেখিয়ে ওই কিশোরীকে ২৩ জুলাই রাতে ডেকে নিয়ে সারারাত ধর্ষণ করে ২৪ জুলাই ভোরে আশ্রয়ন প্রকল্পে তাকে পৗঁছে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিজে বাদী হয়ে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ২২ ধারায় ধর্ষক হাছেন আলীকে গ্রেফতার করা ছাড়াও অন্য এক নারী নির্যাতন মামলায় একজন ও জুয়ার সরঞ্জামসহ জুয়ার আসর থেকে আরও ৪ জনকে গ্রেফতার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।