শেরপুরের নকলায় সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ অক্টোবর শনিবার সকালে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি নামাপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সাদ্দাম স্থানীয় হেলাল মিয়ার পুত্র এবং সে মাদকাসক্ত ছিল।
জানা যায়, সাদ্দাম হোসেন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিল। তাকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্যও দেওয়া হয়েছিল। নেশা করার কারণে তার স্ত্রীর সাথে প্রায় সময়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত এবং বাড়ির সামনের একটি দোকান ঘরে একাই সে রাত্রীযাপন করতো। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাদ্দামের মা রানী বেগম দোকান ঘরে রাতের খাবার দিয়ে আসে। শনিবার সকালে সাদ্দামের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পায়, সে চিৎ হয়ে শুয়ে আছে।
পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই দোকানঘর থেকে সিরিঞ্জ, লাইটার ও প্যাথেড্রিন জাতীয় ইনজেকশনের খালি প্যাকেটও উদ্ধার হয়।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, সাদ্দাম নামে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে মাদকাসক্ত ছিল। অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।