২৫ মার্চ কালোরাত ও মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষর্থীদের লেখা দিয়ে দেওয়ালিকা প্রকাশ করা হয়েছে। লেখনীতে এই দেয়ালিকায় ফুটে উঠেছে মহান স্বাধীনতা যুদ্ধকালীন নানা চিত্র। ২৫ মার্চ রবিবার দেওয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম।
দেওয়ালিকাটি সম্পাদনা করেন শিক্ষক ও সাংবাদিক মোঃ মোশারফ হোসেন। ব্যবস্থাপনা ও নির্দেশনায় ছিলেন সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন ওই মাদরাসার সহসুপার আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, মাহবুব হোসেন রুপম, সহকারী মৌলভী মোঃ ফজলুল করিম, মাওলানা মোঃ রেজাউল করিম। তাছাড়া ওই অনুষ্ঠানে সহকারী শিক্ষক কাজিমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, আলী হোসেন, জামাল উদ্দিন, কব্দুল হোসেন, উর্মি আক্তার, আবুল মিয়া, আমিন মিয়া প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষার্থী ও এমএমসি সভাপতি ও সদস্যদের লেখা কবিতা, গান, নাটক, গল্প, ছড়া, কৌতুক, বিভিন্ন ঘটনার চিত্র, মনীষিদের জীবনী, ইতিহাস ঐতিহ্য, সাম্প্রতিক ঘটনাবলী, জেলা-উপজেলার নামকরন ও রাজনৈতিক বিষয়াবলী নিয়ে লেখা ওই দেওয়ালিকাতে স্থান পায়।