আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নকলা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক প্রমুখ।
সভায় জানানো হয় এবছর নকলা উপজেলায় ২০টি পুজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।