শেরপুরের নকলায় দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কুতিক অনুষ্ঠান বুধবার সকালে পৌর শহরের চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার প্রধান অতিথি এতে বিশেষ অতিথি হিসেবে কলেজ পরিচালনা পরিষদের সদস্য একেএম মফিদুল ইসলাম, মোঃ মোবারক হোসেন, মাহমুদুল হক দুলাল, মোঃ আক্তারুজ্জামান ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনের পরে অনুষ্ঠানের প্রথম দিনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও শিক্ষণিয় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছেন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিন ব্যাপী ওই অনুষ্ঠান চলবে। আগামী ১৩ মার্চ মঙ্গলবার মাননীয় জেলা প্রশাসক উপস্থিত থেকে এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন বলে কলেজ সূত্রে জানা গেছে।